খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ‘ড্রোন’ ও ‘সিকিউরিটি স্টানগানসহ’ দুবাই ফেরত এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
মো. সোলায়মান (৩২) নামের ওই যুবকের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি মামলাও করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন জানান, মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহ আমানতে নামেন সোলায়মান। তার বাড়ি পটিয়া উপজেলায়।
বিমানবন্দরে নামার পরপরই ওই যাত্রীর ব্যাগ স্ক্যান করে একটি ‘ড্রোন’ ও একটি ‘সিকিউরিটি স্টানগান’ পাওয়া যায়।
“উদ্ধার ড্রোনটিতে ২ দশমিক ৮ গিগাহার্টজের ট্রান্সমিটার ও শক্তিশালী ক্যামেরা রয়েছে। সিকিউরিটি স্টানগানটি এক মিলিয়ন ভোল্ট ক্ষমতাসম্পন্ন।”
জাকির হোসেন জানান, জব্দ করা ড্রোন ও সিকিউরিটি স্টানগানটি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরই সোলায়মানকে গ্রেপ্তার দেখানো হয়।
সম্প্রতি বাংলাদেশে ড্রোন ওড়ানোর বিষয়ে নীতিমালা করার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), যার আওতায় রয়েছে শিশুদের দূর নিয়ন্ত্রিত খেলনা উড়োজাহাজও।
খসড়া ওই নীতিমালায় বলা হয়েছে, সামরিক বাহিনী ছাড়া অন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো স্থানে ড্রোন ব্যবহার করতে চাইলে বেবিচকের অনুমতি নিতে হবে। যেসব স্থানে বিমানবন্দর নেই, সেখানে বেবিচক ও স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে ড্রোন ব্যবহার করা যাবে।
এছাড়া বাংলাদেশে শিশুদের খেলনা উড়োজাহাজ আমদানি করার ক্ষেত্রেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে।
এর মধ্যেও গত বছর ঢাকার শাহজালাল বিমানবন্দরে তিন মাসের মধ্যে ৩৮টি ড্রোন আটকের খবর এসেছে গণমাধ্যমে।