খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : সিলেটের কৃতি সন্তান ও জাতিসংঘ মিশনের সদ্য বিদায়ী স্থায়ী প্রতিনিধি এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুজ ড. আবুল কালাম আবদুল মোমেন সিলেটে আওয়ামী লীগের রাজনীতি অভিষিক্ত হয়েছেন মাস দু’য়েক আগে। জাতিসংঘের দায়িত্ব পালন শেষে সিলেট ফেরার পর রাজকীয় সংবর্ধনার মাধ্যমে তাকে বরণ করে আওয়ামী লীগ পরিবার। এরপর থেকে তিনি দলীয় রাজনীতি নিয়ে সরব রয়েছেন সিলেটে। ড. মোমেনের পর এবার সিলেট আওয়ামী পরিবারে অভিষিক্ত হলেন তার স্ত্রী সেলিনা মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বের হওয়া মহিলা আওয়ামী লীগের আনন্দ মিছিলে নেতৃত্ব দেন সেলিনা মোমেন। সেলিনা মোমেনকে পেয়ে উৎফুল্ল সিলেট মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তারা মনে করছেন সিলেটে নারী নেতৃত্বের যে সংকট চলছে সেলিনা মোমেনের মতো শিক্ষিত ও বিজ্ঞ নারীরা এগিয়ে আসলে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। সুযোগ পেলে সিলেটের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রাখারও প্রত্যয় ব্যক্ত করেছেন সেলিনা মোমেন।