Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

News 20-01-2016

খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ :

বর্তমান সরকার ৫ জানুয়ারীর একদলীয় নির্বাচন, প্রহসনের সিটি করপোরেশন, পৌর নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চেতনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। প্রতিনিয়ত গণতান্ত্রিক চেতনার কথা বলে মুখে ফেনা তুললেও তারা গণতন্ত্রের কপালে কালিমা লেপন করেছে বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ ন্যাপ‘র আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ৬৯‘র গণতান্ত্রিক আন্দোলনে শহীদ আসাদ লড়াই-সংগ্রামে চেতনার উৎস।
আজ বুধবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘শহীদ আসাদ দিবস স্মরণে” বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। আলোচনায় অংশগ্রহন করেন ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ নুরুল আমান চৌধুরী, আহসান হাবিব খাজা, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার, মির্জা শেলী, নির্বাহী সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল-কাউছারী, জিল্লুর রহমান পলাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, আওয়ামী সরকারের অপরাজনীতির ফলে গণতান্ত্রিক চেতনা ও শক্তি দুর্বল হয়ে পড়ছে, যা আগামী রাজনীতিতে ভারসাম্য নষ্ট করতে পারে। সরকারের গণবিরোধী অবস্থান আর ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপরাজনীতি বাংলাদেশের জন্য অভিশাপ বয়ে আনছে। এ অবস্থা থেকে দ্রুত উত্তরণে ৬৯এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ আসাদের প্রদর্শিত পথে গণআন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নাই। তিনি বলেছেন, রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। এ গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস চলবে না। বহুদলীয় গণতন্ত্রের জন্যেই স্বাধীনতার সংগ্রাম। সুতরাং স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের চেতনা জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামের কোন বিকল্প নাই। তিনি বলেছেন, অপশক্তির মদদে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অধিষ্ঠিত সরকারের কাছে জাতি গণতন্ত্র আর আইনের শাসন প্রত্যাশা করে না। শহীদ আসাদের প্রদর্শিত পথে গণজাগরণ অথবা গণঅভ্যূথানের মাধ্যমেই চলমান অচল অবস্থা থেকে দেশকে মুক্তি দেয়ার কোন বিকল্প পথ খোলা নাই।
সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেছেন, দেশে এখন আইনের শাসন ও জবাবদিহিতার নাই। ফলে রাষ্ট্রে এক ধরনের অস্থিরতা চলছে। রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ আসাদ আমাদের সংগ্রামের উৎস। মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারী শহীদ আসাদের প্রদর্শিত পথে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।