Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা গড়ে উঠছে আর সেখানে অস্ত্র ও বিস্ফোরক পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি কওমি মাদ্রাসার বিরুদ্ধে মানবাধিকার-কর্মীদের সোচ্চার হতে বলেছেন।
বৃহস্পতিবার বিকেলে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে একটি মানবাধিকার সংগঠনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, লক্ষ্য রাখবেন প্রতিটা এলাকায় ব্যাঙের ছাতার মত কওমি মাদ্রাসা যেগুলো গড়ে উঠেছে, কেন হচ্ছে, কারা করেছে এবং এ সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে জঙ্গিদের আস্তানা কোনগুলো সেগুলো আপনাদের চিহ্নিত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, আজকে যেভাবে ব্যাঙের ছাতার মত কওমি মাদ্রাসা গড়ে উঠেছে প্রত্যেকটি এলাকায়, একেকটি এলাকায় কতগুলো মাদ্রাসা আপনি হিসাব করতে পারবেন না। এসব মাদ্রাসা থেকে ট্রেনিং ক্যাম্প আবিস্কার হচ্ছে। যেখানে অস্ত্র পাওয়া যাচ্ছে। আপনারা এই সমাজকে রক্ষা করতে হলে তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হতে হবে।
খাদ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখা ভুলে গিয়েছিল। কেউ কল্পনাও করতে পারেনি পদ্মা সেতু হবে। প্রধানমন্ত্রী সেই অবাস্তবকেই বাস্তবে পরিণত করছেন।”
কামরুল বলেন, প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আর জঙ্গিদের পেছনে ম“ ও ইন্দন জোগাচ্ছে আমাদের একটি বড় দল।