Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: উচ্ছেদ অভিযানের পরদিন ঢাকার কল্যাণপুর নতুনবাজার এলাকায় পোড়াবস্তির একটি অংশ আগুনে পুড়েছে, যার পেছনে নাশকতার কোনো ঘটনা থাকতে পারে বলে স্থানীয়দের সন্দেহ।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে তারা কল্যাণপুর পোড়া বস্তিতে ‘আগুন দেওয়ার’ খবর পান। এরপর দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগেই কয়েক ডজন ঘর পুড়ে যায়।
অবশ্য স্থানীয়দের দাবি, এ ঘটনায় অন্তত একশটি ঘর পুড়ে গেছে।
বস্তির বাসিন্দাদের অভিযোগ, তাদের ঘরে ইচ্ছে করে আগুন লাগানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিদর্শক শফিক বলেন, “কারা আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. কাইয়ুমুজ্জামান খান বলেন, “তাই নাকি? খোঁজ নিয়ে দেখছি।”
কল্যাণপুরে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বেদখল জমি উদ্ধারে এই বস্তির একটি অংশে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সে সময় বস্তিবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বস্তির এক-চতুর্থাংশ উচ্ছেদের পর হাই কোর্টের নিষেধাজ্ঞায় দুপুরে ওই অভিযান বন্ধ হয়ে যায়। এরপর ২৪ ঘণ্টা না পেরোতেই বস্তির অন্য মাথায় দালতলী এলাকার আট নম্বর বস্তিতে এই অগ্নিকাণ্ড ঘটল।