Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট-২০১৬-এর চ্যাম্পিয়ন হওয়া নেপালকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা শেষে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের খেলা অত্যন্ত উপভোগ্য হয়েছে। যারা রানার্সআপ ও চ্যাম্পিয়ন হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন।
খেলা দেখে ভালো লেগেছে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় নেপালকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হিমালয়ের দেশ নেপালকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা ভালো খেলেছে। আর এই আয়োজনের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশে ফুটবল খেলা ছড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজনকে কার্যকরী উল্লেখ করে বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ চকৎকার উদ্যোগ নিয়েছে। যারা আয়োজনের সঙ্গে জড়িত এবং যারা কাজ করে গেছেন তাদের ধন্যবাদ ও অভিনন্দন। সবশেষে প্রধানমন্ত্রী আরও বলেন, নেপালের তো তুলনাই হয় না।
সবাইকে অভিনন্দন। এ সময় রানার্সআপ বাহরাইন ফুটবল দলকেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে হিমালয় কন্যা নেপাল। আর এর ফলে দেশটির ২৩ বছরের শিরোপা অপেক্ষারও অবসান হয়েছে।