খোলা বাজার২৪,শনিবার,২৩ জানুয়ারি ২০১৬: কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত একটি শহরে শুক্রবার একটি স্কুলে এক ব্যক্তি বন্দুক হামলা চালালে ৪ জন নিহত হয়।পুলিশ একথা জানিয়েছে।এর আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডিয়াউ বলেছিলেন, এই হামলায় ৫ জন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছে।রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সুপারিন্টেন্ডেন্ট রাউরিন লেভি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘স্থানীয় সময় দুপুর ১টা ৪৭ মিনিটে এক ব্যক্তিকে স্কুলের বাইরে থেকে আটক করা হয়েছে। তাকে নিরস্ত্র করা হয়েছে।’ লেভি বলেন, ‘প্রাথমিকভাবে এই মর্মান্তিক ঘটনায় ৫ জন নিহত হয়েছে বলে আমরা জানতে পারি। এই মুহূর্তে আমি নিশ্চিত করতে পারি যে এই ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।’
পুলিশের এই নারী কর্মকর্তা আরো বলেন, এই ঘটনাটি তদন্ত চলছে বিধায় কর্তৃপক্ষ নিহতদের পরিচয় প্রকাশ করবে না।
লেভি বলেন, ‘এক ব্যক্তি ওই স্কুলে হামলা চালিয়েছে বলে খবর’ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরো বলেন, পুলিশ লা লোচে শহরের ওই হাই স্কুলের কাছে সম্ভাব্য আরেকটি অপরাধ সংঘটিত হতে দেয়নি।
দুপুর একটার কিছু পর শিক্ষার্থীরা ৬ থেকে ৭টি গুলির আওয়াজ শুনতে পায়।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী একটি ‘ছেলেকে’ গুলি ছুড়তে ছুড়তে স্কুল ভবনে ঢুকতে দেখেছে।
কানাডায় ২৬ বছরের মধ্যে স্কুলে এই বন্দুক হামলার ঘটনাটিই সবচেয়ে ভয়াবহ।
এর আগে ১৯৮৯ সালের ৬ ডিসেম্বর ২৫ বছর বয়সী এক লোক মন্ট্রিলের পলিকেটনিক স্কুলে নির্বিচারে গুলি চালায়। ওই ঘটনায় ১০ ছাত্রীসহ ১৪ জন প্রাণ হারায়।