Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে বিভিন্ন ঘটনার সঙ্গে ১৩ নভেম্বর প্যারিসে হামলার আগে সন্দেহভাজন নয় হামলাকারীকেও দেখা গেছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কিছু মানুষ বন্দিদের শিরñেদ করছেন এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন।
বিবিসি বলছে, ভিডিওতে ফ্রান্সের রাজধানীতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় যেসব স্থানে সেই স্থানগুলোও দেখানো হয়।
১৩ নভেম্বরের ওই হামলায় ১৩০জন মানুষ নিহত হন।
ব্রিটেনের যে আইনপ্রণেতারা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলাকে সমর্থন জুগিয়েছেন তাদের ছবি দিয়ে ভিডিওটি শেষ হয়েছে।
সাইট মনিটরিং গ্রুপ জানিয়েছে, ভিডিওটি আইএসের গণমাধ্যম চ্যানেলে পোস্ট করা হয়েছে।
মনিটরিং গ্রুপ বলছে, প্যারিসে হামলার আগে আইএসের কথিত রাজধানী বলে খ্যাত রাক্কায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে।
প্যারিসে হামলাকারী সন্দেহভাজন জঙ্গিরা। ছবি: বিবিসি প্যারিসে হামলাকারী সন্দেহভাজন জঙ্গিরা। ছবি: বিবিসি ভিডিওতে একজনের ছবি দেখানো যিনি দেখতে আবদেলহামিদ আবাউদের মতো। এই আবাউদ প্যারিস হামলার অন্যতম হোতা।
প্যারিসে হামলার পর সেইন্ট-ডেনিসে একটি ফ্ল্যাটে পুলিশের অভিযানে বেলজিয়ামের নাগরিক আবাউদ নিহত হন।
১৩ নভেম্বরের সন্দেহভাজন নয় হামলাকারী ওইদিন কিংবা কয়েকদিনের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন।
সন্দেহভাজন দুই হামলাকারী এখনো পলাতক রয়েছে। তাদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওর বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।