Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

র‌্যাব দিয়ে ভ্যাট আদায়, আতঙ্কিত ব্যবসায়ীরা
র‌্যাব দিয়ে ভ্যাট আদায়, আতঙ্কিত ব্যবসায়ীরা
খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়িরা, ভ্যাট নিয়ে এমন কোন নীতি করার প্রয়োজন নেই। আর হয়রানীর আশঙ্কায়র‌্যাবকে ভ্যাট আদায়ের আইনি অধিকার দেয়ারও বিরোধিতা করছেন ব্যবসায়ীরা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর) র‌্যাবকে ভ্যাট আদায়ের আইনি অধিকার দিয়ে ব্যবসায়ীদের আতঙ্কিত না করার আশা ব্যক্তকরেছেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ভবনে আয়োজিত কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, ‘এনবি আরকে বলেছি, আমাদের অশান্তি করলে আমরা ব্যবসা করতে পারবো না। আর ব্যবসা না করতে পারলে আমরা ভ্যাট দিবো কোথা থেকে। র‌্যাবের মাধ্যমে ভ্যাট আদায়ের উদ্যোগ অযৌক্তিক। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত। এটা আমাদের মন:পুত হয়নি।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল আলম মহিউদ্দিন বলেন, বর্তমানে গ্যাসের অভাবে বিনিয়োগে স্থবিরতা রয়েছে। আমাদের এখানে সুদের হার অনেক বেশি। আর এটা বিশ্বে সুদ হার বেশি দেশগুলোর মধ্যে শীর্ষে। এছাড়া, বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার থেকে কমে ৩০ ডলারে নেমে এসেছে। এতে অন্যান্য দেশে উৎপাদন খরচ কমে আসছে। আর আমাদের এখানে এখনো তেলের দাম সমন্বয় করা হয়নি। তাই আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।