Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: পুলিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা বিভাগ করার যে দাবি আইজিপি জানিয়েছেন, তাকে ‘কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে দেখছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান।
শুক্রবার এক আলোচনা সভায় সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “আজকে আমি দেখি- পুলিশ চাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে থাকতে। তারা চায় পুলিশ ডিভিশন। তারা চায় ব্যাংক, তারা কতো কিছু চায়!”
পুলিশ সাপ্তাহের প্রথম দিনে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বাহিনীর মহাপরিদর্শক একেএম শহীদুল হক পুলিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা বিভাগ করার দাবি জানান।
তিনি যুক্তি দেন, আলাদা বিভাগ হলে পুলিশ নিজেদের কাজগুলো দ্রুত করতে পারবে; আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হবে না।
পুলিশ প্রধানের ওই দাবি ‘গণতান্ত্রিক মানসিকতার’ পরিচয় দেয় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, “এটা হচ্ছে কর্তৃত্ববাদী মানসিকতা। পুলিশ তো কর্তৃত্ববাদী হতে পারে না। তারা জনগণের সেবক। দুষ্টের দমন, শিষ্টের পালন- এটাই পুলিশের একমাত্র ধর্ম।”
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এই অনুষ্ঠানে মাহবুবুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
“আজ মানুষ শঙ্কিত। পুলিশ বাহিনীর দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু আমরা কী দেখি?”
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ এখন দুর্নীতিতে ‘ছেয়ে গেছে’।
“দেশ গভীর সঙ্কটে। সরকার বলছে, অনেক উন্নয়ন হচ্ছে। পদ্মসেতুসহ অনেক কিছু হচ্ছে। গোট বিশ্বজুড়ে অনেক তালি বাজতেছে। কিন্তু আমরা যদি গভীরে যাই, অনেক কিছু বাইরে থেকে চকচকে মনে হয়, সোনা মনে হয়। কাছ থেকে যদি দেখি- নাৃসোনার বেশে পিতল।”
বিএনপি নেতা মাহবুবুর রহমান (ফাইল ছবি) বিএনপি নেতা মাহবুবুর রহমান (ফাইল ছবি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এই বিএনপি নেতা বলেন, “বাংলাদেশ সবচেয়ে দুর্নীতির দেশের তালিকার ১৩তম স্থানে। এটা আমরা শুনতে চাই না। এদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। এক সাগর রক্তে স্নাত এই দেশে।”
দেশে ‘গণতন্ত্র ফিরে এলে’ সব সঙ্কটেরই ‘সমাধান হয়ে যাবে’ বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের ‘অনেক বড় নেতা’ অভিহিত করে তিনি বলেন, “জিয়াউর রহমানও বড় নেতা। বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের মধ্যে কোনো কনফ্লিক্ট ছিল না। বঙ্গবন্ধুর নাম নিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধু তাকে বীর উত্তম উপাধি দেন, তাকে সেনাবাহিনীর উপ প্রধান করেন।”
যারা বাংলাদেশকে ‘ভালো দেখতে চায় না’, তারাই এখন বিরোধের কথা আনছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, হায়দার আলী, আহমেদ আজম খান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া আলোচনা সভায় বক্তব্য দেন।
পুলিশ কতো কিছু চায়: মাহবুব
বাংলাদেশ নিউজ২৪ : শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬
চগ-৪—ঈড়ঢ়ুপুলিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা বিভাগ করার যে দাবি আইজিপি জানিয়েছেন, তাকে ‘কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে দেখছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান।
শুক্রবার এক আলোচনা সভায় সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “আজকে আমি দেখি- পুলিশ চাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে থাকতে। তারা চায় পুলিশ ডিভিশন। তারা চায় ব্যাংক, তারা কতো কিছু চায়!”
পুলিশ সাপ্তাহের প্রথম দিনে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এ বাহিনীর মহাপরিদর্শক একেএম শহীদুল হক পুলিশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা বিভাগ করার দাবি জানান।
তিনি যুক্তি দেন, আলাদা বিভাগ হলে পুলিশ নিজেদের কাজগুলো দ্রুত করতে পারবে; আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হবে না।
পুলিশ প্রধানের ওই দাবি ‘গণতান্ত্রিক মানসিকতার’ পরিচয় দেয় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, “এটা হচ্ছে কর্তৃত্ববাদী মানসিকতা। পুলিশ তো কর্তৃত্ববাদী হতে পারে না। তারা জনগণের সেবক। দুষ্টের দমন, শিষ্টের পালন- এটাই পুলিশের একমাত্র ধর্ম।”
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এই অনুষ্ঠানে মাহবুবুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
“আজ মানুষ শঙ্কিত। পুলিশ বাহিনীর দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু আমরা কী দেখি?”
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ এখন দুর্নীতিতে ‘ছেয়ে গেছে’।
“দেশ গভীর সঙ্কটে। সরকার বলছে, অনেক উন্নয়ন হচ্ছে। পদ্মসেতুসহ অনেক কিছু হচ্ছে। গোট বিশ্বজুড়ে অনেক তালি বাজতেছে। কিন্তু আমরা যদি গভীরে যাই, অনেক কিছু বাইরে থেকে চকচকে মনে হয়, সোনা মনে হয়। কাছ থেকে যদি দেখি- নাৃসোনার বেশে পিতল।”
বিএনপি নেতা মাহবুবুর রহমান (ফাইল ছবি) বিএনপি নেতা মাহবুবুর রহমান (ফাইল ছবি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এই বিএনপি নেতা বলেন, “বাংলাদেশ সবচেয়ে দুর্নীতির দেশের তালিকার ১৩তম স্থানে। এটা আমরা শুনতে চাই না। এদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। এক সাগর রক্তে স্নাত এই দেশে।”
দেশে ‘গণতন্ত্র ফিরে এলে’ সব সঙ্কটেরই ‘সমাধান হয়ে যাবে’ বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের ‘অনেক বড় নেতা’ অভিহিত করে তিনি বলেন, “জিয়াউর রহমানও বড় নেতা। বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানের মধ্যে কোনো কনফ্লিক্ট ছিল না। বঙ্গবন্ধুর নাম নিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধু তাকে বীর উত্তম উপাধি দেন, তাকে সেনাবাহিনীর উপ প্রধান করেন।”
যারা বাংলাদেশকে ‘ভালো দেখতে চায় না’, তারাই এখন বিরোধের কথা আনছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবীর ব্যাপারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, হায়দার আলী, আহমেদ আজম খান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া আলোচনা সভায় বক্তব্য দেন।