সম্প্রতি নাইজেরিয়ার গোয়েন্দা দপ্তর সূত্রে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান শুরু হতেই নিজেদের কৌশল পরিবর্তন করেছে বোকো হারাম। পুরুষ জঙ্গিরা মহিলার বেশ ধারন করছে। আর পাগল মহিলা সেজে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কেউ যাতে তাদের দেখে সন্দেহ করতে না পারে তার জন্য এই বেশ তারা ধারন করেছে বলে মনে করছে পুলিশ। আর এভাবেই সকলের অলক্ষ্যে অতি সহজেই তারা নাশকতামূলক কাজ করে চলেছে।
ইতিমধ্যেই নাইজেরিয়ার গোমবি এলাকায় এই পদ্ধতি অবলম্বন করে নাশকতা ঘটিয়েছে বোকো হারাম। প্রশাসনের পক্ষ থেকে দেশের নাগরিককের সতর্ক করা হয়েছে সন্দেহজনক মহিলা দেখলেই যেন তাদের জানানো হয়।