খোলা বাজার২৪, বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০১৬ : টানা দুই কিলোমিটার পায়ে হেঁটে তবেই পৌছতে হয় স্কুলে। বেশিরভাগ দিন দেরি হয়ে যায়। আর সঠিক সময়ে স্কুলে পৌঁছতে না পারায় শিক্ষকের চোখ রাঙানি এবং শাসন সহ্য করতে হয়। আর এর একটাই কারণ স্কুল যাওয়ার পথে রেললাইন অতিক্রম করা। প্রয়োজন শুধু একটা রেল সেতুর।
এবার সেই রেল সেতুর দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর চিঠি পাঠিয়েছেন ১১ বছরের বালক নয়ন সিনহা। সে দেশটির উত্তর প্রদেশ রাজ্যের উননাও জেলার বাসিন্দা। পড়াশুনা করছে জেলার চন্দ্রশেখর আজাদ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে।
জানা গেছে, প্রতিদিন স্কুলে যেতে টানা দুই কিলোমিটার হাঁটতে হয় তাকে। কিন্তু রেললাইন অতিক্রম করতে গেলেই পড়ে বিপত্তিতে। দোরে দোরে ঘুরেও হয়নি সমস্যার সুরাহা। তাই বাধ্য হয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি লেখে সে।
নয়ন সিনহা জানান, “প্রধানমন্ত্রীকে জানালে এই সমস্যার একটা উপায় হতে পারে। একথা ভেবেই চিঠি পাঠায় আমি।”
এদিকে, ১১ বছরের নয়নের চিঠি পেয়েই নড়েচড়ে বসেছে প্রধানমন্ত্রীর দফতর। সেখানকার নির্দেশ আসতেই একেবারে নয়নের কাছে পৌছেছেন রেল কর্মকর্তারা। মিলেছে সমস্যার সমাধানও।