Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর মার্কো রুবিও বারাক ওবামার মসজিদ পরিদর্শনকে তিরস্কার করে বলেছেন, ওবামা একজন সাচ্চা মুসলমান। যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন ওবামা।
তাঁর মসজিদে যাওয়ার বিষয়টি প্রমাণ করে তিনি কখনোই খ্রিষ্টান ছিলেন না। গতকাল বুধবার রিপাবলিকান দলের এই দুই প্রেসিডেন্ট প্রার্থী পৃথক পৃথক প্রতিক্রিয়ায় ওবামার মসজিদ পরিদর্শনের কঠোর সমালোচনা করে এ কথা বলেন। রিপাবলিকানদের কড়া সমালোচনা ও প্রতিবাদের মধ্যেও গতকাল বুধবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর মসজিদ পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তিনি মুসলমানদের সঙ্গে কুশল বিনিময়সহ মুসলিম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের মুসলমানরা প্রায়ই লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন, তাদের দোষারোপ করা হচ্ছে। একজনের বিশ্বাস আক্রান্ত হলে সবার বিশ্বাস আঘাত পায়। মসজিদ পরিদর্শনকালে ওই মসজিদে প্রায় ২০০ মার্কিন মুসলিম প্রতিনিধি ছিলেন। তাদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি, আপনারা এ দেশের জন্য সম্পূর্ণ উপযুক্ত। আপনারা শুধু মুসলিম নন অথবা শুধু আমেরিকান নন, আপনারা একই সঙ্গে মুসলিম ও আমেরিকান।
গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনোতে এক মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন নিহত হন। এ ঘটনার পর এক প্রতিক্রিয়ায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেন, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ডোনাল্ডের এ বক্তব্য যথেষ্ট বিতর্কের জন্ম দেয়। তবে মুসলিম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় বারাক ওবামা তাঁদের আশ্বস্ত করে বলেন, মুসলিমরা অন্যান্য ধর্মবিশ্বাসীদের মতোই মার্কিন পরিবারের সদস্য।
ওবামা আরো বলেন, একদম শুরু থেকেই মুসলিমরা এ দেশ গড়ায় অংশ নিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, কোনো সন্ত্রাসী হামলার পরই আমেরিকার মানুষ মুসলিমদের নাম শুনতে পায়। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে ইতিবাচক মুসলিম চরিত্র দেখানো উচিত। এ ব্যাপারে হোয়াইট হাউস থেকে জানানো হয়, আনুষ্ঠানিক ভাষণের আগে ওবামা মসজিদের ইমাম ইয়াসিন শেখ ও মার্কিন অসি চালনা দলের একমাত্র নারী মুসলিম সদস্য ইবতিহাজ মোহাম্মদের সঙ্গে আলাদা করে কথা বলেন।
কোনো রিপাবলিকান রাজনীতিকের নাম না উল্লেখ করে ওবামা বলেন, যারা আমাদের বিভক্ত করতে চায়, আমাদের উচিত হবে তাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করা। মার্কিন ইতিহাস থেকে উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, একদম শুরু থেকেই মুসলিমরা এ দেশ গড়ায় অংশ নিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, কোনো সন্ত্রাসী হামলার পরই আমেরিকার মানুষ মুসলিমদের নাম শুনতে পায়। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার।
এদিকে ওবামার মসজিদে যাওয়া নিয়ে প্রশংসাও রয়েছে। ওবামার অন্যতম সহকারী বাংলাদেশি বংশোদ্ভূত রুমানা আহমেদ বলেছেন, নাইন-ইলেভেনের আক্রমণের পর অনেক মুসলিমের মতো তাঁকেও বিদ্বেষ ও বৈষম্যের সম্মুখীন হতে হয়। কিন্তু তিনি নিজের মাথা আবৃত করে হোয়াইট হাউসে কাজ করেন এবং একজন মুসলিম-আমেরিকান হিসেবে সে দেশের সেবা করেন।