খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬:আব্রাহাম লিংকন ও মার্টিন লুথার কিংয়ের মত গণতন্ত্রকামী নেতাদের স্বপ্নের অভিন্ন আমেরিকা গড়ার কথা বললেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, ধর্মীয় বিশ্বাস মানুষকে তার ভয় অতিক্রম করে অভিন্ন মানবতাবাদকে গ্রহণ করতে সাহায্য করে।
প্রেসিডেন্ট ওবামার মসজিদে দেওয়া ভাষণে ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিত করার কথা মূল্যায়ন করেন রাষ্ট্রবিজ্ঞানী ড: জিল্লুর রহমান খান। তিনি বলেন, তিনি একটা ইতিবাচক বার্তা দিয়েছেন। এটা একটা ভাললাগার মত বিষয়। ওবামার বলা ‘আমরা সবাই আমেরিকান’ এটা একটা বিরাট জিনিস। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যারা আছে তাদের একটাই পরিচয় তার আমেরিকান। সকল ধর্মের মানুষকেই নিয়েই যে আমেরিকাকে এগিয়ে যেতে হবে তিনি এ বার্তাই সবাইকে দিয়েছেন।
তিনি রিপাবলিকান পার্টির নেগেটিভ মেসেজের সুন্দর একটা ব্যাখা দিয়েছেন। কংগ্রেসের নীতি হচ্ছে, ধর্মের ব্যাপারে কখনোই হস্তক্ষেপ করার দরকার নেই। এটা নিয়েই কংগ্রেস গঠিত হয়েছে। খ্রিস্টানদের চার্চ, হিন্দুদের মন্দির, মুসলিমদের মসজিদ এগুলো নিয়েই আমেরিকা। তার এ মেসেজটা সব আমেরিকান জনগণের জন্য গুরুত্বপূর্ণ।
বারাক ওবামার এই বার্তা এ কথাই বলেছে যে আমেরিকা সবার জন্য, ‘এটা ন্যাশন অব ইমিগ্রেন্ট’, সারা পৃথিবীর মানুষ এসে আমেরিকাতে জড়ো হয়েছে। আমেরিকার শক্তি নির্ভর করছে মানুষের চিন্তুাধারার উপর, মানুষের আস্থার উপর। আমাদের পার্সোনাল জিনিস যাই থাকুক না কেন আমরা একসঙ্গে সবাই মিলে কো-অপারেট করব, আমারা সবাই একটা জাতি। আমরা সবাই একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করব।
জিল্লুর রহমান আরো বলেন, ওবামা যুবসমাজ এবং ইয়াং অরগানাইজেশনগুলোকে লক্ষ্য করে বলেছেন, তারা যেন মনে না করে তারা আমেরিকান না, তারা অন্য মানুষ। আর মুসলমানদের ভয় পাবার কোন কারণ নেই। কারণ তাদের নীতি হচ্ছে, ‘সকল ধর্মকে সম্মান করা’ যা মহানবী হযরত মুহাম্মদ (স) বিদায়ী হজ্বে বলে গেছেন।
মার্টিন লুথার কিং বলেছিলেন ‘যেদিন সাদাকালো, ইহুদি প্রোটেস্টেন্ট এক হয়ে গাইবে সেদিন বাজবে মুক্তির গান’।
নির্বাচনে বারাক ওবামার বার্তার প্রভাব সম্পর্কে জিল্লুর রহমান বলেন, রিপাবলিকানরাতো ভিন্ন মতাদর্শী , ডেমোক্রেট পার্টি কিন্তু এটা ঠিক বুঝতে পারছে। জন এফ কেনেডি, বিল ক্লিনটন ও বুঝতে পেরেছিল, হিলারি ক্লিনটনও ভাল বোঝেন এবং কমিউনিটি যারা আছে তারাও বুঝতে পারবে কোন পলিটিক্যাল মুভমেন্টে তাদের সার্পোট করা উচিত।
এর আগে ওয়াশিংটনে বার্ষিক জাতীয় প্রার্থনা প্রাতরাশে ওবামা বলেন, “ভয়ের বিপরীতে বড় শক্তি হচ্ছে বিশ্বাস”। এর একদিন আগেই প্রেসিডেন্ট তার মেয়াদে এই প্রথম একটি মসজিদ পরিদর্শনে যান।
ওবামা বলেন, তাঁর নিজের খ্রীষ্টধর্ম তাঁকে প্রাত্যহিক ভয় ভীতি কাটিয়ে তুলতে শক্তি যোগায় যেমন, এ বছরের পরের দিকে তার কন্যা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হোয়াইট হাউজের বাইরে যাবে তখনকার আশঙ্কা, তেমনি প্রেসিডেন্ট হিসেবে দেশের সেনাবাহিনীকে বিদেশে সামরিক অভিযানে পাঠানোর সময়ের আশঙ্কা। এসব কিছুই তিনি কাটিয়ে উঠেছেন বিশ্বাসের কারণে। তিনি বলেন আশঙ্কা থেকেই আমরা, যারা আমাদের থেকে আলাদা তাদের ওপর চড়াও হই এবং আশঙ্কাই আমাদের হতাশ ও সংশয়বাদী করে তোলে। -ভয়েস অব আমেরিকা