খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে তার বাসা ঘেরাও করতে গেলেপুলিশি বাধার মুখে পড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা।
শনিবার সকালে বনানী মাঠ থেকে মিছিলসহ খালেদা বাড়ির অভিমুখে রওয়ানা দিলে গুলশান-২ গোল চত্বরে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের থামিয়ে দেয়।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসা ঘেরাও করতে বনানী মাঠ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা।
ঘেরাওয়ে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মেহেদী হাসান, সুচিন্তা ফাউন্ডেশনের মোহাম্মদ এ আরাফাত, গণজাগরণ মঞ্চের কর্মী হাবিবুল্লাহ মেসবাহ।
এর আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় খালেদার বাড়ি ঘেরাও কর্মসূচী পালন করে।