খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধায় পড়েছে আওয়ামী লীগ সমর্থক একটি সংগঠন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠনটির শতাধিক নেতাকর্মী আজ শনিবার সকালে খালেদার বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হলে তাদের সরিয়ে দেয় পুলিশ।
আন্দোলনকারীরা বেলা সোয়া ১১টায় বনানী মাঠসংলগ্ন রাস্তা থেকে খালেদা জিয়ার বাসভবনের দিকে রওনা দিলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতাকর্মীরা রাস্তার ওপর বসে পড়েন। ঘটনাস্থলে এক প্লাটুন পুলিশ রয়েছে। তারা তারকাঁটার ব্যারিকেড দিয়ে জলকামান নিয়ে ওই রাস্তার মুখে অবস্থান নিয়েছেন। মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করে বক্তব্যের পর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করছে সরকার সমর্থক সংগঠনগুলো।
পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে আজ শনিবার সকাল ৯টার দিকে গুলশান ২ নম্বর চত্বরে জড়ো হয় মেহেদী হাসান নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর শতাধিক নেতাকর্মী। তখন সেখানে কর্তব্যরত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আব্দুল আহাদ গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। কূটনৈতিক পাড়ায় এই ধরনের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞার কথা জানিয়ে তিনি তাদের সরে যেতে বলেন। এদিকে গুলশান দুই নম্বর চত্বরে জড়ো হতে না পেরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর নেতাকর্মীরা পশ্চিম দিকে সরে এসে বনানী মাঠে অবস্থান নেয়। এরপর সকাল সোয়া ১১টার দিকে বনানী মাঠে থেকে বেরিয়ে তারা খালেদা জিয়ার বাড়িরে পথে মিছিল শুরু করলে পথে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
ঘেরাও কর্মসূচিতে উপস্থিত আছেন- সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান আরাফাত এ রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মেহেদী হাসান, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর সন্তান নুজহাত এ চৌধুরী, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মেহজাবিন মোশাররফ, শেখ ফজলুল করিমের ছেলে ব্যারিস্টার শেখ নাঈম প্রমুখ।