Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল সরকারের মন্ত্রী করার জন্য ছাত্রদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্বপালনকারী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে এই বিজ্ঞপ্তি দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিসভায় এই মন্ত্রী তরুণদের মুখপাত্র হিসেবে কাজ করবেন। গত দুবছরে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন অথবা যারা স্নাতক শেষ বর্ষে পড়াশোনা করছেন, তারা আবেদন করার যোগ্য হবেন। বিশ্ববিদ্যালয়গুলোকে তিন জন পুরুষ এবং তিন জন নারীকে এই পদে মনোনয়ন দেয়ার আহ্বান জানানো হয়েছে। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদের মতে, আরব সমাজের অর্ধেকই হচ্ছে তরুণ, সুতরাং দেশ শাসনে তাদের একটি ভূমিকা দেয়া খুবই যৌক্তিক।
সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদের ওয়েবসাইটেও এই পদে লোক চেয়ে বিজ্ঞাপন আছে। প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের কম। যোগ্য প্রার্থীকে তরুণদের আশা-আকাঙ্খা ধারণ করতে হবে।
এই ব্যতিক্রমী পদক্ষেপে বিস্ময় সৃষ্টি হয়েছে দেশটিতে। একজন ছাত্র বলেছেন, অনেকে আমাদেরকে খুব বেশি তরুণ বলে মনে করে। অথচ লোকে যেটা বুঝতে পারে না তা হলো আমাদের ধ্যান-ধারণা থেকেও দেশ উপকৃত হতে পারে।