Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : টাকা-কড়ি নয়, নয় গাড়ি-বাড়ি বিয়েতে বরপক্ষের একটাই দাবি কনের নগ্ন সেলফি। আর সেটা দিতে না পারলে বিয়েই নাকি ভণ্ডুল হয়ে যাবে। এমন মজার ও হাস্যকর ব্যাপার ঘটেছে ভারতের মুম্বাই রাজ্যের থান এলাকায় হবু বর জিতেন্দ্র রামকৃষ্ণের এমনটাই দাবি। শেষমেশ অবশ্য না সেলফি, না কানাকড়ি, পুলিশের হাতকড়া ওঠে পাত্র সমেত গোটা পরিবারের হাতে।
জানা গেছে, ৩৩ বছর বয়সী জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল তার বাড়ির কাছেই। বিয়ের কথা পাকা হওয়ার পর থেকেই পাত্রীর কাছে একটিসেলফির দাবি জানাতে থাকে জিতেন্দ্র। তবে তা যেমন তেমন সেলফি হলে চলবে না, হতে হবে নগ্ন সেলফি। পাত্রী কিছুতেই হবু বরের এ প্রস্তাবে রাজি না হলে অন্য পথ দেখেন জিতেন্দ্র।
এরপর থেকেই শুরু হয় বরপক্ষের নানা আবদার, ৩ লাখ টাকার যৌতুক নিতে উঠেপড়ে লাগে। বারবার জিতেন্দ্র জানাতে থাকে, তার দাবি পূরণ হলে তবেই বিয়ে নইলে বিয়ে নয়। পাত্রপক্ষের এমন ব্যবহারে বিরক্ত পাত্রীপক্ষ বিয়েই ভন্ডুল করে দেন।
শুধু তাই নয়, নগ্ন সেলফি এ পণ চাওয়ার কথা পুলিশের কাছে অভিযোগ দেয় কনে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্রসহ ওই পরিবারের সদস্যদের গ্রেফতারও করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নগ্ন সেলফির আবদার ছিল জিতেন্দ্রর পাতা ফাঁদ। বিয়ে ঠিক হওয়ার বিষয়টিকে কাজে লাগিয়ে আরও টাকা পণ হিসেবে আদায় করাই ছিল তার লক্ষ্য। সেলফি হাতে পেলেই সে ব্ল্যাকমেল শুরু করত বলেই মনে করছেন কেউ কেউ।