Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬ : পাকিস্তান সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে তারা দুজনই ছিলেন সফল। সাকিব আল হাসান ও তামিম ইকবাল ফিফটি করেছিলেন। অল রাউন্ড পারফরম্যান্সে করাচি কিংসের সাকিব ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। ফিফটি করেছিলেন তামিম। তার দল পেশোয়ার জালমি জিতেছিল। দ্বিতীয় ম্যাচে তামিম আবারো ফিফটি করলেন। অপরাজিত থাকলেন ৫৫ রান করে। ম্যাচ সেরা হলেন। দল আবার জিতল। কিন্তু সাকিব ব্যাটে বলে বেশ অনুজ্জ্বল থাকলেন। তার দল হারল।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শহীদ আফ্রিদির পেশোয়ার ৯ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্সকে। শনিবার রাতে আগে ব্যাট করে ১১৭ রান করে লাহোর। জবাবে, ১ উইকেট হারিয়ে তামিমের ব্যাটের সহায়তায় ১৬ ওভারে সহজ জয় তুলে নেয় পেশোয়ার।
মোহাম্মদ হাফিজের (৪৩) সাথে ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম। ওটাই জয়ের ভিত। হাফিজ ফিরে গেলেও ডেভিড মালানকে (১০*) নিয়ে জয়ের বাকি কাজটা সারেন তামিম। তামিমের ৫৫ রানের অপরাজিত ইনিংসটি ৪৭ বলের। ইংনিসটি সাজানো ৭ চারে। আগের ম্যাচে ৫১ বলে ৫১ রান করেছিলেন তামিম।
আগের ম্যাচে সাকিবই দলকে জিতিয়েছিলেন। ৫১ রান করেছিলেন। ১ উইকেট নিয়েছিলেন। কিন্তু কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে করাচি। আগে ব্যাট করে সাকিবের দল ৭ উইকেটে ১৪৭ রান তোলে। সপ্তম ওভারে ক্রিজে এসেছিলেন সাকিব। ১৩ বলে ১৭ রান করেছেন তিনি। উইকেটে নেমে খেলতে গিয়ে মোহাম্মদ নবির বলে বোল্ড হয়েছেন তিনি। এরপর বল হাতেও তেমন কিছু করতে পারেননি সাকিব। ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৬৩ রান করা আহমেদ শেহজাদের উইকেটটি নেন। আর ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুয়েটা।