খোলা বাজার২৪, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬ : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নতুন তিনজন বিচারক পেল।
হাই কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান এখন থেকে আপিল বিভাগে বিচারিক দায়িত্ব পালন করবেন।
তাদের তিনজনকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো নয় জন।
আইন মন্ত্রণায়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেন, “রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর রোববার এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে।”
সোমবার সকাল ৯টায় প্রধান বিচারপতি এস কে সিনহা নতুন তিন বিচারককে শপথ পড়াবেন বলে রেজিস্ট্রার দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।
বর্তমানে বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগে রয়েছেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এর আগে সর্বশেষ ২০১৩ সালের ২৮ মার্চ একসঙ্গে চারজনকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ছাড়া বাকি তিনজন ইতোমধ্যে অবসরে গেছেন।
সর্বশেষ গত অক্টোবরে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী আপিল বিভাগ থেকে অবসরে যান।