খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬: স্বামী মাদকাসক্ত, নেশার টাকার জন্য নিয়ত নির্যাতন করে স্ত্রীর ওপর। আর মুখ বুজে সব সয়ে ওই স্বামীর সংসারেরই দেখভাল করে যাবেন স্ত্রী- এতদিন এই ছিল ‘নিয়ম’। কিন্তু ভারতের কাশ্মীর রাজ্যে সেই নিয়ম বোধহয় ফুরাল এবার।
গতকাল রোববার একই দিনে ৩১ জন মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে এক ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন কাশ্মীরের নারীরা। আর নারীদের এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন স্থানীয় শরিয়া আদালত।
এনডিটিভি জানিয়েছে, এমনিতেই ভারতের রাজ্যগুলোর মধ্যে কাশ্মীরে মাদকাসক্তের হার সর্বোচ্চ। মাদকাসক্ত মানুষগুলোর অধিকাংশই পুরুষ। এই মাদকাসক্তির কারণে পারিবারিক সহিংসতার হারও বেশি এই রাজ্যে। আর এতদিন ধরে এই সহিংসতার শিকার হয়ে আসছিলেন নারীরাই।
কিন্তু এবার ছকভাঙা কাশ্মীরের নারীরা বলছেন, এটা কেবল ব্যক্তিগত লড়াই নয়, এটা মাদকের বিরুদ্ধে তাঁদের সামাজিক প্রতিবাদও।
বিবাহবিচ্ছেদের পর নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী এনডিটিভিকে জানান, মাদকাসক্ত স্বামীদের কারণে তাঁর জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। আর তাঁকে বিচ্ছেদ দেওয়ার পর সহ্য করতে হচ্ছে সমাজের কটূক্তি। কিন্তু নিজেদের সিদ্ধান্ত থেকে একচুলও সরবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
এদিকে শ্রীনগরের শরিয়া আদালতের প্রধান মুফতি আবদেল রহমান জানিয়েছেনূ স্বামী মাদকাসক্ত হয়ে শারীরিক নির্যাতন করলে স্ত্রী বিচ্ছেদ চাইতেই পারেন। শরিয়া আইনে অত্যাচারী স্বামীকে পরিত্যাগের অনুমোদন দেওয়া আছে।
এদিকে শরিয়া আদালতের তথ্যমতে, গত এক মাসে কাশ্মীরে ২১ জন নারী বিবাহবিচ্ছেদ করেছেন। তাঁদের বক্তব্যূ ছেলেদের বুঝতে হবে বিবাহবিচ্ছেদ করাটা শুধু ছেলেদের একতরফা অধিকার নয়।