Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37kখোলা বাজার২৪, বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬: একটি আবিস্কারই পাল্টে দিতে পারে আমাদের মহাবিশ্বের সব উপলব্ধি। এমন ধারণা করছেন বিজ্ঞানীরা। তবে কী সেই আবিস্কার তা নিয়ে যখন চলছিল ব্যাপক জল্পনা কল্পনা ঠিক তখনই বিষয়টি পরিস্কার করলেন বিজ্ঞানীরা। জানালেন, মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারই পারে মহাবিশ্বের সব উপলব্ধিকে পরিবর্তন করে দিতে। যদিও এই আবিস্কারটির ব্যাপারে ১০০ বছর আগে প্রথম ভবিষ্যতবাণী করেছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। তবে বিষয়টি এখন পর্যন্ত সরাসরি কেউ স্পষ্ট করেননি। এঅবস্থায় এ ধরনের একটি ঘোষণা চলতি সপ্তাহে আসতে পারে বলে যে জল্পনা কল্পনা চলছে তা যদি বাস্তব হয় তাহলে আইনস্টাইনের এই তত্ত্বই সত্য প্রমাণিত হবে।
সূত্র জানায়, বিজ্ঞানীরা এখন লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েব অবজারভেটরি (এলআইজিও) নিয়ে কাজ করছেন। যা মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তের জন্য তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি সপ্তাহেই এই আবিস্কারের ব্যাপারে ঘোষণা হতে পারে বলে জানানো হয়েছে।