খোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর চার নম্বর পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। পঞ্চম পাইলিংয়ের কাজ শুরু হবে আগামীকাল রবিবার থেকে। তিনি আজ শনিবার দুপুরে পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এ কথা বলেন। ইতোমধ্যে মূলসেতুর ৩০শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখানে হংকং এর মত পর্যটন কেন্দ্র হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরকে এখানে স্থানান্তরিত করারও সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, সেনাবাহিনীকে প্রজেক্ট ওয়ার্ক হিসেবে দু’টি চার লেন রাস্তার কাজ দেয়া হয়েছে। তারা শিগগিরই এটি বাস্তবায়ন করবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এ সময় পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) মো. তোফাজ্জল হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেডের পরিচালক আবিদ হাবিব, কর্ণেল মো. জোবায়ের সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন ।