Fri. May 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : জিভ দিয়ে নাক ছোঁয়াই যেখানে দুষ্কর, সেখানে চোখ তো দূর অস্ত! তাও যদি জিভ দিয়ে চোখ ছোঁয়ার কথা বলা হয়, তাহলে ‘জিভ’ কেটেই পালাবে সবাই! তবে অভিধান থেকে এখনও দুর্লভ শব্দটি উঠে যায়নি। তাই বলা যায় আদ্রিয়ানা লুইসের কথা। না না, আদ্রিয়ানা কোনো পশু-পাখি নয়। বছর আঠারোর এ তরুণী জিভ দিয়ে কেবল চোখ নয়, নাক-চিবুক-কনুই সব ছুঁতে পারেন!
শুনে অবিশ্বাস্য ঠেকবে এটাই স্বাভাবিক। সেজন্য ছবি আর ভিডিও রয়েছে, দেখে নিতে পারেন। এগুলোতে যে কোনো জারিজুরি নেই, সে ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে পারি! প্রায় চার ইঞ্চি লম্বা অতিপ্রাকৃত এ জিভ নিয়ে আদ্রিয়ানার বিশ্বাস, বিশ্বের সবচেয়ে লম্বা জিভ তারই। সত্যি না মিথ্যা, সেটা ভালো বলতে পারবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
এ ব্যাপারে নিজ উদ্যোগেই তিনি গিনেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। সেখান থেকে ই-মেইলও পেয়েছেন, ‘তোমার জিভের ব্যাপারে আমরা ‍আশাবাদী। তবে আমরা আরও ভালোভাবে এটি পর্যবেক্ষণ করতে চাই’। বিশ্বের সবচেয়ে লম্বা জিভের রেকর্ডটি বর্তমানে নিক স্টবার্লের (৩.৯ ইঞ্চি) দখলে। সেদিক দিয়ে আদ্রিয়ানার সবচেয়ে লম্বা জিভের মুকুট পরাটা বোধহয় কেবল সময়ের ব্যাপার! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার লম্বা জিভের নানা কারিকুরির ছবি ও ভিডিও শেয়ার করলে, সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়ে যায়।
যার জিভ নিয়ে এত কথা, শোনা যাক তার মুখেই, লম্বা জিভ আমি বংশগতভাবে পেয়েছি। আমার আমার মা, দাদি ও পরদাদার লম্বা জিভ ছিল। এটা নিয়ে সবচেয়ে বেশি মজা হতো স্কুলে। জিভ দিয়ে চোখ ছুঁয়ে আমি সবাইকে ভয় পাইয়ে দিতাম। মজা আর আনন্দের পাশাপাশি জিভ নিয়ে কটূক্তিও কম শুনতে হয়নি তাকে। তবে এসব থোড়াই কেয়ার করেন তিনি। বরং বিশ্বরেকর্ড করেই দেখিয়ে দিতে চান সবাইকে