Thu. Aug 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : সাত দফা দাবিতে রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমিতি মানববন্ধন ও সমাবেশ করেছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতির সদস্যরা এ কর্মসূচি পালন করেন। সমতির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে সমিতির মহাসচিব মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা জানান, চাকরি থেকে অবসরে গিয়ে সরকারি কোনো সুযোগ-সুবিধা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবন-যাপন করছেন। এ অবস্থায় তারা সরকারের সুদৃষ্টি কামনা করেন।

সাত দফা দাবির মধ্যে রয়েছে- মাসিক পেনশন প্রদান, এলপিআর প্রদান, পোষ্য কোটা সৃষ্টি, এককালীন আর্থিক সহায়তা, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি জীবনের কল্যাণ তহবিলের টাকা প্রদান। সমিতির সদস্যরা মানববন্ধন ও সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর দাবির পক্ষে এক স্মারকলিপিও পেশ করবেন।

অন্যরকম