খোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : তোফাজ্জল হোসেনঃ-নরসিংদীতে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে গতকাল ১৪ফেব্র“য়ারী সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ বিকচান মৃধা ও সাধারন সম্পাদক আবদুর রশিদ এর নেতৃত্বে এই মানবন্ধন কর্মসূচীতে নরসিংদী জেলা ও উপজেলার সকল ডিপ্লোমা কৃষিবিদগণ অংশগ্রহন করেন।ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনের পর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবী সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।