Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42kখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ :  অবৈধ’ প্রেমের অভিযোগে যুগলের মাথা মুড়িয়ে, মুখে কালি লেপে রাস্তায় ঘোরালো গ্রামবাসীরা। প্রেমদিবসে এমন ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দু’জনেরই নিজেদের পরিবার রয়েছে। তা সত্ত্বেও নিজেদের মধ্যে ‘সম্পর্ক’ গড়ে তুলেছে তারা। আর প্রেমদিবসে ‘অভিযুক্তদের শাস্তি’ দিতেই এই নিদান দিয়েছে গ্রামবাসীরা।
সন্দেশখালির বেডমজুর পঞ্চায়েতের ঝুপখালি গ্রামের আদিবাসী অধ্যুষিত এলাকায় বাস বছর চল্লিশের ওই যুগলের। স্থানীয়রা জানিয়েছেন, তাদের দু’জনেরই সন্তান-সন্ততি ও পরিবার রয়েছে। গত ২০০৯ সালের আয়লার দুর্যোগের ফলে অন্যদের সঙ্গে তারাও ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। দুর্যোগের পর অন্যরা ফিরে এলেও গ্রামে দেখা পাওয়া যায়নি ওই দু’জনের। গ্রামের লোকেরা ধরেই নেন, তারা অন্যত্র সংসার পেতেছেন। কিন্তু সকলকে অবাক করে বছর দুই আগে ফের গ্রামে ফিরে আসেন তারা। এবার তাদের নিয়ে গ্রামে সালিশি বসে। সালিশিতে নিজেদের পরিবারের দায়িত্ব নিতে বলা হলেও তা অগ্রাহ্য করে ফের গ্রাম ছাড়ে ওই দু’জন। গত শুক্রবার ফের গ্রামে ফিরে আসে তারা। এরপরই গ্রামের মহিলারা একত্র হয়ে স্থির করেন, প্রেমদিবসেই ‘শাস্তি’ দিতে হবে তাদের। রবিবার সকালে ওই দু’জনের মাথা মুড়িয়ে ফেলে মুখে চুনকালি মাখিয়ে দেন গ্রামবাসীরা। এরপর ওই অবস্থাতেই গ্রামের রাস্তায় ঘোরানো হয়। গোটা ঘটনায় নিজেদের ‘নির্দোষ’ বলে দাবি করে ওই যুগল অবশ্য জানিয়েছেন, প্রেম নয়, কাজের সুবাদেই বেঙ্গালুরুতে এতদিন ছিলেন তারা।