Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45kখোলা বাজার২৪, সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ :  উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মহাকাশে আরো উপগ্রহ পাঠানোর প্রতিশ্র“তি ব্যক্ত করেছেন। গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় যখন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর তখন এ প্রতিশ্র“তি ব্যক্ত করলেন কিম।
পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ৭ ফেব্র“য়ারি উৎক্ষেপণের সঙ্গে জড়িত উত্তর কোরিয়ার বিজ্ঞানী- প্রযুক্তিবিদ এবং কর্মকর্তাদের সম্মানে আয়োজিত ভোজ সভায় এ প্রতিশ্র“তি ব্যক্ত করেন তিনি। গত সপ্তাহের উৎক্ষেপণ সম্পর্কে তিনি বলেন, যখন শত্রুরা রক্তচক্ষু হয়ে উঠেছে এবং উত্তর কোরিয়ার গলায় ফাঁস দিতে চাইছে তেমন এক জটিল সময়ে এটি করা হয়েছে।
তিনি আরো বলেন, বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম এবং ঘামই ছিল রকেটের প্রধান চালিকা শক্তি। এ সফলতাকে কাজ লাগিয়ে তিনি আরো উপগ্রহ পাঠানোর আহ্বান জানান।