Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬: শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে, তার পেছনে গভীর ষড়যন্ত্র দেখতে তার দল বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই ‘মিথ্যা মামলা’ দিয়ে সরকার আসলে ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাইছে। তাদের উদ্দেশ্য খালেদাকে ‘রাজনীতি থেকে সরানো’।
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় ফখরুল বলেন, “দেশনেত্রীর বক্তব্যকে বিকৃত করে আজ তারা পানি ঘোলা করতে চাইছে। সেই ঘোলা পানিতে তারা মাছ শিকার করতে চাইছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ‘পাকিস্তানিদের কারাগারে’ বন্দি ছিলেন এবং তার পুরো পরিবার সে সময় ‘মুক্তিযুদ্ধের পক্ষে সংগ্রাম’ করেছেন মন্তব্য করে ফখরুল বলেন, “আজ তার বিরুদ্ধে এ ধরনের মামলার অর্থই হলো- এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রটি হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া।”
গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”
ওই বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগপন্থি এক আইনজীবী সরকারের অনুমতি নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। ওই মামলায় গত ২৫ জানুয়ারি আদালত খালেদার বিরুদ্ধে সমন জারি করে।
ফখরুল বলেন, “দীর্ঘকাল ধরে সংগ্রামের মধ্য দিয়ে যিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে অবস্থান তৈরি করেছেন, তাকে এতো সহজে দূরে সরিয়ে দেওয়া যায় না।”
দেশের মানুষ ‘অচিরেই সংগঠিত হয়ে সব চক্রান্ত নস্যাৎ’ করে দেবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
খালেদার বিরুদ্ধে ওই মামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বর্তমান সরকারকে ‘কর্তৃত্ববাদী’ আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, “আজ কেউ কথা বলতে পারে না। কেউ মত প্রকাশ করতে পারে না। আজ সম্পাদক তার পত্রিকায় সুচিন্তিত মত তুলে ধরতে পারেন না। কেউ কথা বললে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, নাশকতার মামলা, ষড়যন্ত্রের মামলা ও মানহানির মামলা হয়। এরকম একটা পরিস্থিতি দেশে চলছে।”
ফখরুল বলেন, “বিএনপি করেন না, মুক্তিযোদ্ধা রাজনীতিক মাহমুদুর রহমান মান্নাকে বিনা বিচারের আটক করে রাখা হয়েছে। সব মামলায় জামিনের পরও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নতুন করে ভিত্তিহীন মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। এসবের উদ্দেশ্য একটাই- দেশে কেবল একটা দল থাকবে, আর কেউ থাকবে না।
“তারা এদেশকে শাসন করবে, তারা এদেশকে লুণ্ঠন করবে। এটা তাদের পৈত্রিক সম্পত্তির দেশ। ১৯৭৫ সালেও একদলীয় বাকশাল করার চেষ্টা করেছিল। সেটা টিকিয়ে রাখা যায়নি।”
রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, পিপলস লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা বক্তব্য দেন।