খোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : ভাষার মাসেই মহান ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় তালিকা প্রণয়ন করুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনডিপির ২ দিনের কর্মসূচী ঘোষণা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র উদ্যোগে ১৭ ফেব্র“য়ারি বুধবার সকাল ১০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এনডিপির প্রেসিডিয়াম সদস্য ক্বারী আবু তাহেরের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম মহাসচিব মোঃ ফরিদ উদ্দিন, মোঃ শামসুল আলম, প্রচার সম্পাদক রাজু আহম্মেদ, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোঃ আলম হোসেন, নির্বাহী সদস্য মোঃ শহীদুল্লাহ ভূইয়া সহ প্রমুখ। সভায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়। আগামী ১৮ ফেব্র“য়ারি সকাল ১০টায় শহীদ ভাষা সৈনিকদের স্মরণে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন এনডিপি চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের শীর্ষনেতা খোন্দকার গোলাম মোর্ত্তজা। ২০ ফেব্র“য়ারি দিবাগত রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে এনডিপির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়াও এনডিপির প্রতিটি জেলায় ২১ ফেব্র“য়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচী ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার শিকড় হচ্ছে মহান ভাষা আন্দোলন। অথচ আজো তাদের তালিকা প্রণয়ন করা হয়নি। নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয়ভাবে সকল ভাষা সৈনিকদের মর্যাদা দিতে হবে এবং তাদের তালিকা প্রণয়ন করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা যদি আমাদের অতীত উজ্জ্বল গৌরব গাঁথা দিনগুলোর কথা শ্রদ্ধার সাথে স্মরণ না করি তাহলে নিজেরা নিজেদের প্রজন্মকে সঠিক ইতিহাস থেকে দূরে সরিয়ে ফেলবো। যা হবে আত্মঘাতি। সুতরাং জাতীয় ইস্যুতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় বীরদেরকে যথাযথ সম্মান করা সকল দল ও ব্যক্তির উচিত।