Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: আগের দিন রেগে মেগে সংবাদ সম্মেলন ছেড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। শেষ চার অ্যাওয়ে ম্যাচে গোল করতে পারেননি। একজন এই প্রশ্ন তুলে ফেলায় ক্ষেপেছিলেন রিয়াল মাদ্রিদের তারকা। পরের দিন বুধবার রাতে মাঠেই রোনালদো জবাব দিলেন সেই প্রশ্নের। রোমে রোমার বিপক্ষে ২-০ গোলে জিতলো রিয়াল মাদ্রিদ। প্রথম গোলটি রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জিতে ভালো অবস্থায় থাকলো রিয়াল। পরের পর্বে খেলতে হলে রিয়ালের মাঠে দ্বিতীয় লেগে অলৌকিক কিছু করতে হবে রোমাকে।
ইতালির দলটির বিপক্ষে প্রথমার্ধেও ভালো খেলেছে রিয়াল। কিন্তু স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি কিছুতেই গোলের সুযোগ পাচ্ছিল না। এমনকি প্রথমার্ধে রোমার গোল লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি তারা! ৫৭ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে নিজের রেকর্ড ৮৯তম গোলটি করে লিড এনে দেন রোনালদো। খেলা শেষ হওয়ার একটু আগে বদলী খেলোয়াড় হেসে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন।
রোমার কৌশল ছিল নিজের ঘর সামলে কাউন্টার অ্যাটাকে ফল তুলে নেয়া। সেই কৌশলে তারা সফল হয়ে যাচ্ছিল। বিরতির আগে একটি চমৎকার সুযোগ এলো তাদের সামনে। কিন্তু স্টিফেন এল শারায়ি ব্যর্থ হলেন রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানেকে বোকা বানাতে।
বলের দখলে এগিয়ে ছিল রিয়াল। আক্রমণেও তাই। কিন্তু প্রথমার্ধে নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তাদের সেরা সুযোগটা এসেছিল অপ্রত্যাশিত সূত্র থেকে। মার্সেলোর ভলি ঝাপিয়ে পড়া গোলকিপারের ওপর থেকে দুরে চলে যায়। রোনালদোর একটি ফ্রি-কিকে বল বারে হাওয়া লাগিয়ে যায়। এরপর পর্তুগিজ এই উইঙ্গারের ভাগ্য ভালো যে কার্ড দেখেননি। হতাশায় ইচ্ছে করেই বলে হাত লাগিয়েছিলেন।
তবে বিরতির পর ভালো কিছু বয়ে আনতে রোনালদোর সময় লাগেনি। বাঁ উইং থেকে আক্রমণ ছিল। মার্সেলোর বাড়ানো বল পেয়ে রোনালদো ফ্লোরেঞ্জিকে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট নিয়েছেন। গোলকিপার ঠেকাতে পারেননি। গোল। এগিয়ে গেলো রিয়াল।
পিছিয়ে পড়ার পর রোমা এল শারায়ির জায়গায় এডিন জেকোকে নামায়। তাতে শাণিত হয় আক্রমণভাগ। ডান পাশ থেকে মোহাম্মদ সালাহ নিচু ক্রস করেছিলেন। জেকোর পথে বাঁধা হয়ে দাঁড়ান ভারানে। উইলিয়ামকে জেকো একটি শটের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। বলটা বাইরে চলে যায়। অন্য প্রান্তে রোনালদো একটুর জন্য তার দ্বিতীয় গোলের সুযোগ মিস করেছেন। তবে ৮৬ মিনিটে হেসে ডান পাশ থেকে ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপদ সীমানায়। একক চেষ্টায় দারুণ এক গোল করেন তিনি। আর তাতে ভালো একটি জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।