Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26kখোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৬: পাকিস্তানকে সবাই বিপজ্জনক এক দেশ হিসেবে ধরে নিয়েছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই থেকে কোনো আন্তর্জাতিক দল ক্রিকেট খেলতে পাকিস্তানে যায় না। গত বছর অনেক বলে কয়ে জিম্বাবুয়েকে পাকিস্তান সফর করানো গিয়েছিল। কিন্তু অবস্থা এমন যে প্রথম পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) সফল করতে আসরটিকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যেতে হয়েছে। ওটা এখন পাকিস্তানের হোম ভেন্যু। কিন্তু সেই পাকিস্তানেই আগামী বছর বাংলাদেশ দল সফরে যেতে পারে। এমন আশাই প্রকাশ করেছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিম পিএসএলে খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। সাফল্য পেয়েছেন।
পিএসএল প্রসঙ্গে বলতে গিয়ে পাকিস্তানের একটি সংবাদপত্রকে তামিম বলেছেন, “এটা টুর্নামেন্টটি কেবল শুরু হলো। নিশ্চিতভাবে এই আসর আরো ভালো হবে।” এরপর এসেছে বাংলাদেশ জাতীয় দলের প্রসঙ্গ। তামিম বলেছেন, “আশা করছি আগামী বছর বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে কয়েকটি ম্যাচ খেলতে পারবে।” তামিম পিএসএলে পেশোয়ারের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন। তিনটি ফিফটিতে ৬৬.৭৫ গড়ে করেছেন ২৬৭ রান। আসরটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দুটি খেলায় ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। পেশোয়ারকে প্লে অফে নিতে তার ছিল বড় ভূমিকা। তবে তামিম আর পিএসএলে খেলতে পারছেন না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে থাইল্যান্ডে যাচ্ছেন তিনি। ২৪ ফেব্র“য়ারি বাংলাদেশে শুরু এশিয়া কাপেও খেলবেন না এই হার্ড হিটার। তবে মার্চে ভারতে শুরু টি-টোয়েন্টি বিশ্ব আসরে খেলবেন।