Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৬: বাংলাদেশসহ বিশ্বের অন্যান দেশ থেকে শ্রমিক নেয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। শ্রমিকদের চাহিদা নিশ্চিত করেই পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করবেন মালয়েশিয়া।
আজ শুক্রবার এ সিদ্ধান্ত নেন মালয়েশিয়া সরকার।
এর আগে ঢাকায় গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণ সংক্রান্ত জিটুজি প্লাস সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং মালয়েশিয়ার পক্ষে সে দেশের মানবসম্পদ মন্ত্রী সেরি রিচার্ড রায়ট।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রেরণ সংক্রান্ত জিটুজি প্লাস সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার একদিন পরেই শ্রমিক নেয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে মালয়েশিয়া সরকার।