Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬: বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় গতবছর পকিস্তানের অবস্থান ছিল তৃতীয়তে। ২০১৫ সালে দেশটিতে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত মোট ৩২৪ জনকে ফাঁসিতে ঝোলান হয়েছে। যদিও এদের অধিকাংশেরই জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
২০১৪ সালের শেষ নাগাদ পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত এক স্কুলে তালেবান হামলার পর মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পাক সরকার। ওই হামলায় ১৩৪ জন ছাত্র ও ১৯ জন বয়স্ক মানুষ নিহত হয়েছিল।
ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত ৩৫১ জনকে ফাঁসিতে ঝোলান হয়েছে। এদের মধ্যে মাত্র ৩৯ জন জঙ্গি গোষ্ঠীর সদস্য বা সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। একটি আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী ও ‘জাস্টিজ প্রজেক্ট পাকিস্তান’র বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
২০১৫ সালে দেশটিতে মোট ৩২৪ জনকে ফাঁসিতে ঝোলান হয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে বিশ্বে পাকিস্তানের অবস্থান তিন নম্বরে। এ দিক দিয়ে বিশ্বের শীর্ষ দুটি দেশ হচ্ছে যথাক্রমে চীন ও ইরান।