খোলা বাজার২৪ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৬: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতাসহ তাদের মর্যাদা পুন:প্রতিষ্ঠায় সরকারের দিক থেকে অগ্রগতি দেখতে না পেয়ে মঙ্গলবার বৈঠক ডেকেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
সমিতির মহাসচিব অধ্যাপক মাসকুদ কামাল বৈঠকের কথা নিশ্চিত করেছেন।
সোমবার রাতে সাংবাদিকদের তিনি বলেন, মঙ্গলবার ফেডারেশনের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বসে আমরা পরবর্তী করণীয় ঠিক করবো। তবে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় কোনো অগ্রগতি চোখে পড়ছে না বলে জানান তিনি।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলন কর্মসূচি স্থগিতের মেয়াদ ২৩ ফেব্র“য়ারি শেষ হচ্ছে। গত ৪ ফেব্র“য়ারি সমিতির এক সভায় আন্দোলন স্থগিতের এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।
এর আগে অষ্টম বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ তুলে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আন্দোলনের অংশ হিসেবে লাগাতার ক্লাস বর্জনের কর্মসূচিও পালন করেন তারা। পরে সরকারের ঊর্ধ্বতন মহলের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা।