Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, কোনো এজেন্সি যদি হজ যাত্রী (হাজীদের) নিয়ে প্রতারনা ও দুর্নীতি করার চেষ্টা করে তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, কোনো হজ এজেন্সি যদি হজ যাত্রীদের সাথে প্রতারনা করে, বা অতিরিক্ত টাকা নেয়। তাহলে আপনারা আমাকে জানাবেন। আমরা তৎক্ষণিকভাবে ওই হজ এজেন্সির বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মতিউর রহমান আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা আশকোনায় হজ ক্যাম্পের তৃতীয় তলায় ভিসা লজমেন্ট কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত ‘পবিত্র হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই আলোচনা সভা ও সৌদি-ই হজ প্রাক্-নিবন্ধন প্রশিক্ষণের আয়োজন করে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ সেমিনারে ধর্ম মন্ত্রণালয়ে সচিব মো. আব্দুল জলিল, হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, বিজনেস অটোমেশনের প্রধান নির্বাহী (সিইও) জাহিদুল হাসান মিতুল, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’র সভাপতি ইব্রাহিম বাহার প্রমুখ বক্তব্য রাখেন। অধ্যক্ষ মতিউর রহমান বলেন, হজ নিয়ে এবার কোনো ধরণের অযুহাত চলবে না। হজ নিয়ে যারা প্রতারনা ও দুর্নীতি করার চিন্ত করছেন, তারা সাবধান হয়ে যান। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে যে যেমন দুর্নীতি করেছেন, এবছর আপনার দুর্নীতির রাস্তা ধরবেন না।
যদি কারও বিরুদ্ধে কোনো সুনিদিষ্ট অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মমন্ত্রী বলেন, চলতি বছর থেকে সৌদি ই-হজ প্রক্রিয়াতে সাথে আইটি প্রতিষ্ঠান ব্যাংক, পাসর্পোট, ন্যাশনাল আইডি কার্ড, পুলিশ ভেরিফিকেশনসহ নানা বিষয় সংযুক্ত থাকবে। প্রত্যেক হজ যাত্রী যেন সহজে ও নির্বিঘেœ হজে যেতে পারে সেজন্য সরকার ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ ইতি মধ্যে গ্রহন করা হয়েছে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, অধীর মনোযোগের সঙ্গে এই প্রশিক্ষণটি আপনারা গ্রহণ করবেন। পরে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে হজ যাত্রীদের সঠিক তথ্য ও সহযোগিতা আপনারা প্রদান করবেন। এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। পরে হজ গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম এর শুভ উদ্ধোধন ঘোষণা করেন ধর্মমন্ত্রী।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজনেস অটোমেশন লিমিটেড এই ব্যবস্থাপনার প্রক্রিয়ার কাজ করছে। ধর্ম মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, পবিত্র হজে গমনেচ্ছুদের সরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা, বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার ৭৫২ টাকা। প্রাক্-নিবন্ধন শুরুর তারিখ বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে চুক্তি সম্পাদনের পর ধর্ম বিষয়ক মন্ত্রণাল থেকে পরবর্তীদের বিস্তারিত জানানো হবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হজ প্যাকেজ-২০১৬ জানা যাবে।