খোলা বাজার২৪ বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় রাজনীতিতে তার অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রবীণ এই আইনপ্রণেতা চা বাগান শ্রমিকদের অত্যন্ত প্রিয়নেতা ছিলেন। প্রধানমন্ত্রী স্বাধীনতা যুদ্ধের সংগঠক হিসাবে তার অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, এই নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক নেতার মৃত্যু দল ও দেশের জন্য বিরাট ক্ষতি।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এবং একুশে পদকপ্রাপ্ত মোস্তফা শহীদ (৭৮) কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি ইন্তেকাল করেন।