খোলা বাজার২৪ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৬: চীনের চংকিং এলাকায় মহাসড়কে গাড়ির ধাক্কায় ২ জনের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও ১৩ জন।
শুক্রবার (২৬ ফেব্র“য়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, শুক্রবার মহাসড়কে একটি গাড়ি আরেকটি গাড়িতে ধাক্কা দেয়। এতে ওই গাড়িটি দুর্ঘটনায় কবলিত হয়। ঘটনাস্থলেই মারা যান দুইজন, আহত হয়েছেন আরও ১৩ জন।
কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় মহামড়কে ৩৮টি যানবাহন এলামেলোভাবে স্তুপের মতো পড়ে আছে। ওই সড়কে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।