Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2016-02-27_5_755290খোলা বাজার২৪ শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০১৬: এবারের মৌসুমে ঘরোয়া কাউন্টি টোয়েন্টি২০ চ্যাম্পিয়নশীপেহয়ে চুক্তিবদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার ক্রিস মরিস। ইংলিশ কাউন্টি ক্লাব সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিদেশী খেলোয়াড় কোটায় ওয়েস্ট ইন্ডিজের ডুয়াইন ব্র্যাভোর স্থলাভিষিক্ত হয়েছে মরিস। জুলাইতে ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগে অংশগ্রহণের কারণে ব্র্যাভো প্রথদিকে খেলতে না পারলেও শেষ ছয়টি গ্রুপ ম্যাচে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। ২৮ বছর বয়সী মরিস সম্প্রতী ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার ২-০ ব্যবধানে জয়ী টি২০ সিরিজে দলে ছিলেন। গত ১৯ ফেব্রুয়ারি কেপ টাউনে ৭ বলে মরিসের অপরাজিত ১৭ রানের ওপর ভর করে প্রোটিয়ারা ৩ উইকেটে জয় তুলে নেয়। চতুর্থ ওয়ানডেতেও সপ্তাহখানেক আগে ৩৮ বলে ম্যাচ জয়ী ৬২ রানের ইনিংস উপহার দিয়েছিলেন।
ওভাল ভিত্তিক কাউন্টি ক্লাবটির ওয়েবসাইটে এক বিবৃতিতে মরিস বলেছেন, চলতি বছর সারের হয়ে টি২০ প্রতিযোগিতায় চুক্তিবদ্ধ হতে পেরে আমি আনন্দিত। ক্যারিয়ারে সবসময়ই আমার বড় লক্ষ্য ছিল কাউন্টিতে খেলার।
সারের ক্রিকেট পরিচালক ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এ্যালেক স্টুয়ার্ট বলেছেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ক্রিসের মেধা সত্যিই প্রশংসার দাবীদার। সম্প্রতী ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভার ও টি২০ সিরিজে তার ম্যাচ জয়ী দক্ষতা সকলকে মুগ্ধ করেছে। জুলাইতে যখন সে সারেতে যোগ দিবেন নি:সন্দেহে দলের শক্তিমত্তা বৃদ্ধি পাবে।