খোলা বাজার২৪ রবিবার,২৮ ফেব্রুয়ারি ২০১৬: কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে গিয়ে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারের উপর উঠে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের দুই জন পুরুষ একজন নারী। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।