Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪ রবিবার,২৮ ফেব্রুয়ারি ২০১৬: চট্টগ্রামের নন্দনকানন এলাকায় ধসে পড়া দেওয়ালের একাংশ। ছবি : এনটিভি
চট্টগ্রামের নির্মাণাধীন একটি বাড়ির দেয়াল ধসে চার শিশু আহত হয়েছে। আজ রোববার দুপুরে কোতোয়ালির নন্দনকানন এলাকার গোলাপ সিংহ লেনে এ দুর্ঘটনা ঘটে।
নন্দনকানন ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল মান্নান জানান, আজ গোলাপ সিংহ লেনের একটি নির্মাণাধীন ভবনের পাশে খেলছিল কয়েকজন শিশু। হঠাৎ ভবনটির একটি দেয়াল ধসে পড়লে চারজন শিশু দেয়ালচাপা পড়ে। এরা হলো- মেহেদী, সজিব, হোসেন ও আরিফ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে চার শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছে।
বহুতল ভবন নির্মাণ করতে মাটি তুলে নেওয়ার ফলে দেয়ালের পাশ থেকে মাটি সরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।