Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46kখোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তেমন করে নিজেকে প্রমান করতে পারেননি কার্টার বয়। তবে সেটা পুষিয়ে দিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরের ম্যাচেই দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট। কাল শ্রীলঙ্কার বিপক্ষেও সেই চেনা মুস্তাফিজ, এবার ১৯ রানে ১ উইকেট। ম্যাচটাও বাংলাদেশ জিতেছে ২৩ রানে। তবে এই ম্যাচই আবার বাংলাদেশ দলের জন্য নিয়ে এসেছে একটা দুঃসংবাদও। চোট পাওয়ায় এশিয়া কাপের পরের ম্যাচগুলোয় অনিশ্চিত মুস্তাফিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরই সাইড স্ট্রেইনে ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। আজ জানা গেছে, সেই চোটটা ভালোই ভোগাচ্ছে তাঁকে। চোটের কারণে পরশু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচে তরুণ এই পেসারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি যদি ফাইনালে উঠে, সেখানেও মুস্তাফিজের খেলা নিয়ে সংশয় আছে।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে মুস্তাফিজকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ।