খোলা বাজার২৪, সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় সম্মেলন ও কাউন্সিল-২০১৬ উপলক্ষে চিকিৎসা সেবা উপ-কমিটির প্রস্তুতি সভা আজ ২৯ ফেব্রুয়ারী ২০১৬ বেলা ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। উক্ত চিকিৎসা সেবা উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন। প্রস্তুতি সভায় বিএনপি’র জাতীয় সম্মেলন ও কাউন্সিল-২০১৬ সুচারুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখা হয়। সভায় চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিষ্টসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা উপ-কমিটির কার্যক্রমকে সার্থক ও সফল করতে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-প্রফেসর ডা: সিরাজউদ্দিন আহমেদ, প্রফেসর ডা: মোস্তাক রহিম স্বপন, ডা: আবদুস সালাম, ডা: সাখাওয়াত হাসান জীবন, ডা: রফিকুল ইসলাম বাচ্চু, ডা: এম এ কুদ্দুস, প্রফেসর ডা: মঈনুল হাসান সাদিক, ডা: সাইফুল ইসলাম সেলিম, ডা: সিরাজুল ইসলাম, ডা: মো: শহিদুল আলম, ডা: বজলুল গণি ভূঁইয়া, ডা: জেড এ মতিন আল হেলাল, ডা: নাসিরউদ্দিন পনির, মিসেস জাহানারা খাতুন ও বিপ্লবুজ্জামান বিপ্লব প্রমূখ।
সভাপতি বক্তব্যে চিকিৎসা সেবা উপ-কমিটির আহবায়ক প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র আসন্ন জাতীয় সম্মেলন ও কাউন্সিলকে সর্বাত্মকভাবে সফল করার জন্য চিকিৎসা সেবা উপ-কমিটিকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার জন্য কমিটির সকল সদস্যের প্রতি উদ্বাত্ত আহবান জানান। তিনি অভিযোগ করে বলেন-এখনও পর্যন্ত বিএনপি’র জাতীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে সরকারের পক্ষ থেকে স্থান বরাদ্দের বিষয়ে ইতিবাচক সাড়া আসেনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন-আমরা আশা করবো সরকার বিএনপি’র কাউন্সিল উপলক্ষে অবিলম্বে স্থান বরাদ্দ দিয়ে জনগণ-দলমত নির্বিশেষে সকলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবেন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।