খোলা বাজার২৪, শনিবার, ৫ মার্চ ২০১৬ : যে কোনো সময়, তাঁর নির্দেশ মাত্র শত্রুপক্ষের বিরুদ্ধে যাতে পরমাণু অস্ত্র প্রয়োগ করা যায়, তার জন্য দেশের সেনাবাহিনীকে তৈরি থাকতে বললেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। কিমের হুমকি অবশ্য এই প্রথম নয়। এর আগেও দক্ষিণ কোরিয়া, আমেরিকার মতো শত্রু দেশগুলোর ওপর স্বতপ্রণোদিত হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। নতুন তৈরি রকেট লঞ্চার দেখতে গিয়ে সেনাবাহিনীকে এই নির্দেশ দেন কিম।
দক্ষিণ কোরিয়াকে সরাসরি হুমকি না দিয়েও ঘুরিয়ে কিম বলেন, তাঁদের নতুন সমরাস্ত্রে গোটা দক্ষিণ কোরিয়া রেঞ্জে চলে আসবে। কিম বলেন, উত্তর কোরিয়ার এখন উচিত দ্রুত নিজেদের পরমাণু শক্তি বাড়িয়ে তোলা। পরমাণু অস্ত্রের সংখ্যার সঙ্গে তার গুণগত মানের ওপরও জোর দিতে চান উত্তর কোরিয়ার এই শাসক। কিম যতই হুমকি দিক, আদতে উত্তর কোরিয়া দূরপাল্লার মিসাইল তৈরিতে এখনও সক্ষম হয়ে উঠেছে কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে সমর বিশেষজ্ঞদের।