খোলা বাজার২৪, রবিবার, ৬ মার্চ ২০১৬ : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস বড় ফ্যাক্টর। সেই সুবিধাটা নিয়েছে ভারত। এশিয়া কাপের ফাইনালে রোববার টসে জিতে ভেজা উইকেটে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনাক ধোনি। বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন হার্ড হিটার তামিম ইকবাল ও সৌম্য সরকার।
শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন সৌম্য সরকার। যদিও তামিম ছিলেন একটু ধীর লয়ে। দারুন শুরু করেও নেহরার বলে পান্ডিয়ার হাতে ক্যাচ দেন সৌম্য। সৌম্যর বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন সাব্বির।
কিন্তু তামিম-সাব্বিরের জুটি বেশিক্ষন স্থায়ী হতে দেননি ভুমরা। তামিমকে এলবির ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই পেস বোলার। পরপর দুই উইকেট হারিয়ে বিপদে পরে যায় টাইগাররা। তখন ক্রিজে এসে ব্যাটিংয়ের হাল ধরেন সাব্বির।
সাকিব-সাব্বির জুটি দলকে নিয়ে যায় সঠিক গন্তব্যর দিকে। এই দুজনের মধ্যে সাকিব ছিলেন বেশি মারমুখি। ১৬ বলে ২১ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন সাকিব। সাকিবকে সাজঘড়ে ফেরান অশ্বিন।
সাকিব আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন রান মেশিন মুশফিক। সাব্বির-মুশি জুটি রান তোলার জন্য চেষ্টা করলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে ক্রমশই বড় রানের লক্ষ্য ফিকে হতে থাকে টাইগারদের। জাদেজার এক ওভারে মুশফিক ও মাশরাফির উইকেট হারিয়ে আরারে ব্যাটিং বিপর্যয়ে পরে টাইগাররা।
কিন্তু বাংলাদেশ সেই বিপদ কাটিয়ে ওঠে মাহমুদুল্লাহ-সাব্বিরের ব্যাটে ভর করে। মাহমুদুল্লাহর ব্যাটিং তান্ডবে এক কথায় ভারতীয় বোলাররা অসহায় ছিল। শেষ পর্যন্ত নির্ধারিত ১৫ ওভার শেষে টাইগাররা ৫ উইকেট হারিয়ে ১২০ রান করে।