Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

imagesখোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : বিচরাধীন মামলার বিষয়ে দেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে সরকারের দুই মন্ত্রীর আক্রমাত্মক, ঔদ্ধত্যপূর্ণ ও হুমকিমুলক বক্তব্যকে বিচারবিভাগের জন্য অশনী সংকেত হিসাবে আখ্যায়িত করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, প্রধান বিচারপতি বিচারবিভাগের অভিভাবক। তাকে নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও বিচারবিভাগকে হেয় করার শামিল। এতে ন্যায় বিচার ব্যহত হবার আশংকা তৈরী হয়। বিচারবিভাগ নিয়ে মন্ত্রীদের অযাচিত বক্তব্যে বিচারপ্রার্থীরা আজ হতাশ। যেহেতু সংবিধান অনুযায়ী বিচারবিভাগ স্বাধীন সে ক্ষেত্রে প্রধান বিচারপতির বিরুদ্ধে ঐদ্ধত্যপূর্ণ বক্তব্য বিচারবিভাগকে সম্পূর্ণ অবজ্ঞা ও অবমাননার শামিল।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, প্রধানবিচারপতির বিরুদ্ধে মন্ত্রীদের বক্তব্যে প্রমানিত হয় তারা বিচারবিভাগকেও নিয়ন্ত্রন করার অপচেষ্টা করছে। তারা বলেন, বিচারবিভাগের ভাবমূর্তি রক্ষায় দেশের সর্বোচ্চ আদালতের উচিত দ্রুত সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা। অন্যথায় দেশবাসী বিচারবিভাকের প্রতি আস্থা হারাবে।