Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ মার্চ ২০১৬ : শিক্ষকদের অবসরের টাকা পাওনা নিয়ে সংশয় কাটছে না। আন্তরিকতার কথা বললেও অবসরের টাকার সঠিক নিশ্চয়তা দিতে পারেননি শিক্ষামন্ত্রী।
বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর বোর্ডের কর্মকর্তার অফিসে আবেদনের ¯‘প জমতে জমতে কক্ষে আর আবেদনপত্র রাখার জায়গা নেই। আবেদনের সংখ্যা প্রায় ৪৪ হাজার। ২০১১ সালে যারা আবেদন করেছেন তাদের সবাই এখনো টাকা পাননি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের হাতে অর্থ না থাকা সত্ত্বেও আমরা কাজ চালিয়ে গিয়েছি। আমরা অবশ্যই এর একটি সমাধানের দিকে যাব। এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষকদের অবসরের টাকা সরকার দ্রুতই দিতে চায় । কিন্তু কতদিনে সমস্যার সমাধান হবে তা নিশ্চিত নয়।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষকদের কাছ থেকে অবসরের জন্য প্রতি মাসে তাদের বেতনের ৪ শতাংশ কেটে রাখা হয়। এভাবে প্রতিমাসে জমা হয় প্রায় ১৭ কোটি টাকা। প্রতি মাসে গড়ে ৮৪৯ টি আবেদন জমা পড়ে। তা নিষ্পত্তি করতে দরকার ৩৬ কোটি টাকা। অর্থাৎ প্রতি মাসে ঘাটতির পরিমাণ ১৯ কোটি টাকা। আর বছর শেষে ঘাটতি দাঁড়াচ্ছে ২২৮ কোটি টাকা। কিন্তু এই ঘাটতি পূরণে সরকারি কোন বরাদ্দ না থাকাতে সমস্যা দিনদিন জটিল হচ্ছে।
বাজেটে টাকা বরাদ্দ না পেলে ৮০ ভাগ শিক্ষক বেঁচে থাকতে অবসরের টাকা পাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অবসর সুবিধা ভোগ এবং কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারাই।
বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব শরীফ আহমেদ সানি বলেন, প্রতিদিন এখানে বসি আর এই ধরনের অসহায় মানুষগুলোর আর্তি আমি শুনতে পাই যে ‘আমি টাকা পাচ্ছি না’। শিক্ষকদের টাকা থেকেই শিক্ষকদের দেয়া হয়। এখানে বাজেটে কোন বরাদ্দ রাখা হয়না। টাকা না পাওয়ার এটিই হল মূল কারণ।
চাঁদার পরিমাণ বাড়ানো, সরকারি থোক বরাদ্দ এবং ছাত্রদের কাছ থেকে বার্ষিক ১০-২০ টাকা নিয়ে তহবিল বানানোর প্রস্তাব করেছেন কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মো. শাহজাহান আলম সাজু। তিনি বলেন, এ সরকার শিক্ষাবান্ধব, শিক্ষকবান্ধব। সরকার ৩ কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করতে পারে অথচ সরকার শিক্ষকদের টাকা দিতে পারবে না এটি আমি বিশ্বাস করি না।
শিক্ষকরা বলছেন, তারা চান ভোগান্তি থেকে মুক্তি ও বৃদ্ধ বয়সে কিছুটা আর্থিক নির্ভরতা।
২০১৫ সাল থেকে সরকার নতুন বেতন কাঠামো চালু করেছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসে যে শিক্ষক-কর্মচারী অবসরে যাবেন তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী অবসর সুবিধা পাবেন। তাই এখন প্রতি মাসে যে ১৯ কোটি টাকার ঘাটতির কথা বলা হয়েছে সেটি কত গুণ বাড়বে তা নিয়ে শঙ্কিত শিক্ষকরা।