Fri. Aug 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সাব্বির রহমান রহমান যখন ব্যাট করছিলেন তখন ভারতের ধর্মশালার গ্যালারিতে বাংলাদেশের জার্সি গায়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো এক তরুণীকে দেখা গেল। প্ল্যাকার্ডে লেখা – ‘ম্যারি মি সাব্বির’।
এবার জানা গেল, শুধু সাব্বিরই না বাংলাদেশের আট রানের জয়ের ম্যাচে সৌম্য সরকারও পেয়েছেন বিয়ের প্রস্তাব! তার জন্যও ধর্মশালাতে ‘ম্যারি মি সৌম্য’ প্ল্যাকার্ড হাজির হয়েছিলেন এক তরুণী। শুধু বিয়ের প্রস্তাব পাওয়ার দিক থেকে না, ব্যাটিংয়েও দারুণ মিল ছিল সাব্বির-সৌম্যর।
নেদারল্যান্ডসের বিপক্ষে দু’জনই আউট হয়েছেন ১৫ রান করে।