Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : স্বর্ণকেশী মার্কিন তনয়া নিকোল পড়াশুনা করছেন অস্ট্রেলিয়ায়। এক ছেলে ও আরেক মেয়ে বন্ধুকে নিয়ে নিকোল বেড়াতে গেলেন অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকা ক্যাভারশ্যামের এক ওয়াইল্ডলাইভ পার্কে। বলা যায় চিড়িয়াখানার চেয়ে একটু উন্নত পরিবেশে খাঁচায় আটকে না রেখে পশু পাখিকে দারুন এক পরিবেশে রাখা হয় এধরনের পার্কে। তো সেখানে নিকোলের প্রেমে পড়ে গেল এক সাদা ক্যাঙ্গারু। আলবিনো নামের এমন প্রজাতির ক্যাঙ্গারু নিকোলকে জাড়িয়ে ধরে আদর করতে লাগল। এতে কিছুটা ভয় পেয়ে যায় নিকোল।
তাতে কি সাদা ক্যাঙ্গারুটি নাছোরবান্দা। সে স্বর্ণকেশীকে ছাড়াতেই চায় না। জড়িয়ে ধরে এক চুম্বন বসিয়ে দিল নিকোলের ঘাড়ে। শেষ পর্যন্ত নিকোলের বন্ধু এগিয়ে এলেন। বললেন যথেষ্ট হয়েছে, ‘ওকে বাডি (ওহে বন্ধু!)। কিন্তু ক্যাঙ্গারুটি ছাড়াতেই চায়না নিকোলকে। নিকোলের মাঝে উষ্ণতা পেয়ে বসেছে সে। এবং তাকে ছাড়িয়েই আনতে হল।
ও হ্যা এই সুযোগে নিকোলের বান্ধবী ক্যামেরায় ছবি তুলতে ভোলেননি। তাদের কাছে ক্যাঙ্গারুর এভাবে এগিয়ে এসে মানবীপ্রেমে হাবুডুবু খাওয়া তারাও কখনো দ্যাখেনি কি না। একেবারে নিকোলকে মাটিতে বসিয়ে জড়িয়ে ধরে তার মাথায় ক্যাঙ্গারুটির চুম্বনের দৃশ্য সহ একাধিক ছবি তাদের এ মধুর স্মৃতি বহন করবে অনেক দিন।
নিকোলের এ পরিণতি সম্পর্কে তার বান্ধবী রসিকতা করে বলেন, আমি সবসময় নিকোলকে সুন্দরী বলে প্রশংসা করতে ভুলি না। কেন তা বোঝা গেল ক্যাঙ্গারুটি পর্যন্ত তাকে জড়িয়ে ধরায়। সত্যি এ এক বিস্ময়কর অভিজ্ঞতা! ডেইলি মেইল থেকে