খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীকে সংবিধান মেনে, মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। সমুদ্রবেষ্টিত কক্সবাজারে সেনাবাহিনীর নতুন এই ইউনিট অবহেলিত মানুষের সেবায় কাজ করবে। বৃহস্পতিবার দুপুরে রামুতে ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে দেশি-বিদেশি হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিটি সদস্যের পেশাগত দক্ষতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে দুপুর ১২ টায় কক্সবাজারের রামুতে পৌঁছান তিনি। এ সময় সেনা সদস্যদের সশস্ত্র সালাম গ্রহণ করেন তিনি। এরপর জাতীয় পতাকা উত্তোলন করে সেনাবাহিনীর ওই ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি সেনানিবাসের বীর স্মরণী নামক সড়ক, দশ পদাতিক ডিভিশনের স্মৃতিস্তম্ভ অজেয়, বীরাঙ্গন নামের মাল্টিপারপাস শেড, মাতামুহুরি নামের কম্পোজিট ব্যারাকের উদ্বোধন ও চারটি এসএম ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, ২০১৫ সালের ১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দশ পদাতিক ডিভিশনের সূচনা করেছিলেন। সেই থেকে এ অঞ্চলের নানামুখী উন্নয়নে অবদান রাখছে রামু সেনানিবাস।
লোকবল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দশ পদাতিক ডিভিশনে যুক্ত করা হয়েছে আরও একটি বিগ্রেডসহ সাতটি ইউনিট। প্রধানমন্ত্রী অতিথি হিসেবে এর পতাকা উত্তোলন করেছেন।